ফিরবার পথগুলো খুব দীর্ঘ হয়,
জীবনের থেকেও বিশাল—


তারা তারা আকাশ মাথায় নিয়ে
মরাফুল ছড়ানো মোড়াম বেয়ে
নিঃশব্দ নেমে আসা,
সমস্ত ধরে থাকাগুলোকে
এক এক করে ছেড়ে
সেই ভিখারিনীর দিকে,
যে গরীব হলেও
বসে আছে কয়েক শতাব্দী,
আমার অপেক্ষায়।


ফিরবার পথগুলো খুব সুন্দর হয়,
মৃত্যুর থেকেও সহজ—