আলোর পোশাক ফুঁড়ে আঁধার
ছিটকে আসা রক্তের মত,
অচেনা রাতের আড়ালে
সেই দীর্ঘকায় ছায়ানারী,
এগিয়ে আসে বিন্দু বিন্দু করে।


একটা কবিতা-সামান্য একটা কবিতা
যদি রেখে যেতে পারতাম!


চারিদিকে ভুলের আদান-প্রদান,
নরম উপত্যকার বুক চিরে
গজিয়ে ওঠা খাড়া পাহাড়,
কিভাবে তার চূড়ায় এসে উঠলাম!
কিভাবে ফসকে গেল সে স্বপ্নের মত!


ছুঁতে চাওয়া সমস্ত সুন্দর -সমস্ত ব্যথা
একটা মাত্র কবিতায়।


পৃথিবীতে রঙের অভাব ছিলনা কোনোদিনই,
অভাব ছিল একমুঠো ভাতের,
দায়রা ভেঙে একটু ভালোবাসার,
সেসবের জন্যই চুরমার
আজও লিখতে পারিনি সে কবিতা।