দরজা থেকে দরজায় ঘুরে চলি,
সে গ্রীষ্ম হোক বা বর্ষা,
কখনো ডান কানটাকে
আমার ডানহাতের তালুর ওপর বিছায়
আর যখনই কথা বলি
গলার স্বরটাকে কেমন যেন অদ্ভুত লাগে।


নিশ্চিত হতে পারিনা কার গলা কাঁদছে,
আমার নাকি অন্যকারোর,
বেঁচে থাকার জন্য সামান্য কিছু চাই,
কবিরা চায় আরো বেশী।


শেষে নিজের মুখটাকে লুকোয়
আর ঢেকে ফেলি চোখদুটোকে;
আমার হাতেই এসে পড়ে সমস্ত ওজন
আর মনে হয় যেন বিশ্রাম নিচ্ছি,
যাতে কেউ ভাবতে না পারে
আমার মাথা রাখার কোনো জায়গা নাই।



মূল কবিতাঃ Das Lied Des Bettlers


কবিঃ Rainer Maria Rilke



Ich gehe immer von Tor zu Tor,
verregnet und verbrannt;
auf einmal leg ich mein rechtes Ohr
in meine rechte Hand.
Dann kommt mir meine Stimme vor
als hätt ich sie nie gekannt.

Dann weiß ich nicht sicher wer da schreit,
ich oder irgendwer.
Ich schreie um eine Kleinigkeit.
Die Dichter schrein um mehr.

Und endlich mach ich noch mein Gesicht
mit beiden Augen zu;
wie's dann in der Hand liegt mit seinem Gewicht
sieht es fast aus wie Ruh.
Damit sie nicht meinen ich hätte nicht,
wohin ich mein Haupt tu.