ফাঁসির ফাঁসে ফেঁসে ফুঁসছে
শুধু ফোঁসফোঁসানিই সার
ফুল অফ্ সাউন্ড অ্যান্ড ফিউরি
জীবনে বেঁচে থাকার ম্যানুয়াল থিওরি
হয়তো কাল সবই অসার।
গুরুত্বপূর্ণ সব ল অ্যান্ড অর্ডার
ট্রাপিজের খেলার মত রঙচঙে,
অভ্যাস একে ছেড়ে ওকে ধরার
পেনাল কোড নিয়ে গেছে সঙে-
যা দেখছেন সবই আসলে ভ্রম
ফুড়ুৎ হয়ে যাবে কালো কাক,
দামী ঝিকমিকে পোশাক পরে
ম্যাজিশিয়ান বলে ওঠেন “চিচিংফাঁক”!


যাবজ্জীবনের যবনিকা জমে যাবে
কেবল যুযুৎসাই সার
আই নেভার উইথড্র
খুঁটিতে বেঁধে রাখার সূত্রেরা জাড্য
হয়তো পরশু সবই বেকার।
সঙবিধানের ধারার যত ধারভার
কার্টুনের প্রোগ্রামের মত আকর্ষণীয়,
কেউ চেপটে গেলে দায় হাসবার
বিচারকের কাঠের হাতুড়ি ঈর্ষনীয়-
যা বুঝেছেন সবই আসলে নকল
গলে যায় অপরাধের আইসক্রিম ঢাউস,
বিরতির পর ঝট্ করে ফিরে আসছি
ইতি আপনাদের একান্ত প্রিয় মিকি মাউস!