মহুয়ার চুর গন্ধ
তারায় ভরা খোলা আকাশের নীচে
ছৌ নাচের আসর,
হ্যালোজেনভেজা অতিথির চেয়ারে
দেখেছিলাম খুব কাছ থেকে
কিভাবে আজও তাঁর পায়ের আঙুল
মুখোশের আদিম তালে কেঁপে ওঠে
বিভোর দু’চোখের অপলকে,
বারবার … একনাগাড়ে …


এককালে নামী ছৌ-শিল্পী ছিলেন,
কত খ্যাতি-কত পুরষ্কার পাওয়া মানুষটা
দিল্লী থেকে বিদেশের মাটিতেও
তাঁর শিল্পের আভা ছড়িয়ে এসেছেন,
বয়স বেশী হয়নি,
অথচ … ছেড়ে দিলেন একেবারে!


জিজ্ঞেস না করে পারিনি


আলতো হেসে বলেছিলেন,
“ সবাই জিজ্ঞেস করে,
কেউ জানতে চায়না যে! ”