“মাআআআ, মাআআ গো” বলে সিঁদুর-টিঁদুর মেখে
গদগদ কন্ঠে লুটিয়ে পড়ি,
আমার মনোবাসনার ফাইলটার কাজ
আগে সেরে দাও মাত্র তো একটা,
তোমায় নাদুস-নুদুস জোড়া পাঁঠা দোবো!
ঘুষ নয়, ঘুষ নয়, একে বলে উপঢৌকন!
ইংরেজরা সিরাজকে পাঠিয়েছিল,
প্রোমোটাররা নেতাদের পাঠায়,
নেতারা পুলিশদের পাঠায়,
সেসব কথা থাক এখন!
আপাতত দামী মোমবাতি আর মিষ্টি এনেছি।
আগেরবারের মানতটা আপডেট করোনি,
প্রেমের ভ্যালিডিটি শেষ হয়ে গেল,
তুমি আজকাল পুঁজিপতিদের প্রিয়ে হয়ে উঠেছো!
আমার বয়সটা তো দ্যাখো,
কোথায় চ্যাংড়া ছোঁড়াগুলোর সাথে
মন্দির চত্বরে চকা চকা করে সুন্দরী খুঁজবো
তা নয় ধুলোয় গড়াগড়ি দিচ্ছি
ঘোমটা-টানা আধবুড়ীগুলোর সাথে!
তারামা এবার চলি বুঝলে,
ওখানে আবার ক্ষেপীমা’র কাছে যেতে হবে
একটু জায়গা দখলের জন্য মন্দিরে বসবো
তাঁকে আবার হনুলুলু যাওয়ার
একটা আস্ত গুরুভার দেওয়া আছে,
সাধ না মিটলেও-আশা না পুরলেও …
ছবিতে দেখা হবে, সামলে দিও কিন্তু …
*** Random লেখা কবিতা ***