সবাই বলেছিল বয়ে যেতে
চেনা খাত বেয়ে চুপচাপ,
অপারগ শরীর থিতিয়ে গিয়ে
শেষমেষ তাহলে কি শুধু
নিঃশ্বাসেরই বাতাবরণ!
ঠুনকো সচেতনতার দুনিয়া জুড়ে
আকারের ভয়-কেবল আকারের ভয়-
আকার আকারে নয়
চোখের বিকারে
যেভাবে সমাজ সাজিয়ে দেয়
একদিকে সাদা-একদিকে কালো,
মাঝে কোনো সেতু নাই-
পড়ে যাওয়ার ভয় আছে বলেই তো
ঝুলে থাকে শেষ পা-দানির শেষে
নায়ক হওয়ার হাতছানি
তবুও নায়ক দেখিনা কোথাও,
সবাই চরিত্র,
শিল্পীর হাতে বদলে যায়
কালকের ফিদেল আজকের ফিচেল,
যে পথ চলে গেছে
ছড়ানো খই মাখতে মাখতে
তারপাশে স্থবির দাঁড়িয়ে থাকি,
এগোতেও পারিনা ... পিছোতেও না!