লম্বা আবেগের-বড়ো মেশিনের
মার্কেট ভ্যালু একেবারে তলানীতে,
কবিতা হবে সিগারেট সাইজের
সব মালমশলা চটকে আটকে
ঢাউস কম্পিউটার মুচমুচে ট্যাবলেট,
জল দিয়ে গুলে খেলেই শরীর
ফিনফিনে-স্লিম-সেক্সী,
টি.আর.পি. বুঝে কোপ মারতে হবে
নেইলকাটার দিয়ে মোক্ষম-
বড়ো মানবিকতা-বড়ো হৃদয়ের দিন গেছে,
এখন শুধু ডিস্কোর কুড়ি-কুড়ি ওভার।