হাঁসজারু সমাজের টুকিটাকি পাশে
বিশাল আলোর মেলা,
সব জাফরান ছেয়ে গেছে কতদূর-
সামনে পাহাড়প্রমাণ হোর্ডিংয়ে
গেরুয়া উষ্ণীষধারী হাত গুটিয়ে কর্মযোগ!


চৌকাঠে পা রাখতেই চমক,
ধুতি-পাঞ্জাবীর দল সুগন্ধী চেয়ার থেকে
বেরিয়ে আসছে নূতন ভারত!


ঐ যে ঝকমকে মঞ্চের ওপর
ভুনাওয়ালার উনুনের পাশ থেকেই তো
স্থানীয় বিধায়কের সাধের ভাগ্নী না নাতনি
কে যেন একমুঠো ছাতু খেয়ে
দুনিয়া উল্টে দিচ্ছে বেসুরো গলায়,
“হোল্ড অন ইয়েট অ্যা হোয়াইল ব্রেভহার্ট”!


জেলে মালা মুচি মেথরেরা,
ভাই তোমরা শূন্যে বিলীন হও,
কেননা কিছুক্ষণ পরেই
বিবেক-টিবেক বিসর্জন দিয়ে
উত্তরাধিকারী ভবিষ্যত ভারতের র্যালিতে
হাঁটবে বৌদিভুক যুবসমাজ …



*** র্যালিতে=Rally-te ***