কি আছে কেন
নাই দূরে কিছু
শুধু এক তবু
কবে হবে যেন
কত চাঁদ পরে
গলে যাবে সব
মিশে ডোবে রব
শেষ হাত ধরে
রাত বয়ে যাবে
পাশ ফিরে রাশ
ধরা খুলে দেবে
পাতা ঝরা আশ
চুর বলে কানে
কেউ মুখ পানে
সারা চেয়ে হাসে
জল পোড়ে গালে
কেন কে ভাসে
কবে যাবে মিলে
কি আছে কেন