জয় শ্রী সংরক্ষণ ব্যবস্থার জয়!
জয় শ্রী অনুন্নত সম্প্রদায়ের জয়!
জয় শ্রী সংখ্যালঘু সম্প্রদায়ের জয়!
জয় শ্রী তফসিলী জাতি-উপজাতির জয়!
জয় শ্রী সংরক্ষণ ব্যবস্থার জয়!
এবার নতমস্তকে করজোড়ে বলো,
“হা ঈশ্বর! রাতের বুকে দশ-কুড়িটা
আলো জ্বালিয়ে যেমন আঁধার মোছা
যায়না, তেমনি পিছিয়ে পড়া-দের
গলায় চাকরির মালা পরিয়ে ওদের
এগিয়ে আনা যাবেনা;
সংখ্যালঘুদের তোষণ করে
মধুমাখা গদি হয়তো টিকে থাকবে,
কিন্তু দেশটা খান্ডব বনের মত ঝলসে
লুসিফারের মুখ হয়ে উঠবে!
ধর্মনিরপেক্ষ ভারতবর্ষ,
যোগ্যতাহীন ভারতবর্ষ,
বাত-ভগন্দর ও অর্শ
সব রোগ সেরে যেত
যদি সবাইকে শিক্ষা দেওয়া হত
একই মানের-একই গুণের-
যেখানে সবাই একে-অপরের
সাথে প্রতিযোগিতায় নামতে পারতো।
ব্যবস্থাপকদের হাঁড়িতে বুদ্ধি দাও,
সংকীর্ণ ভোট-মানসিকতা কমাও,
নতুবা আমার সন্তানদের পরিচয় দিও
তফসিলী উপজাতিদের সংরক্ষিত খাতে,
লজ্জিত আমিও তো চাই
আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে” …
জয় শ্রী সংরক্ষণ ব্যবস্থার জয়!
জয় শ্রী অনুন্নত সম্প্রদায়ের জয়!
জয় শ্রী সংখ্যালঘু সম্প্রদায়ের জয়!
জয় শ্রী তফসিলী জাতি-উপজাতির জয়!
জয় শ্রী সংরক্ষণ ব্যবস্থার জয়!
*** "বিবক্ষিত" সিরিজ থেকে একটু বিরতি নিলাম। ***