চারিদিক থেকে আওয়াজ ধেয়ে আসে,
আওয়াজ ধেয়ে আসে চারিদিক থেকে
আর এসে চুরমার হয় কানের পর্দায়
আধুনিকতার বহুধাবিভক্ত ক্যাকোফোনি
তোলপাড় রকসঙ্গীতের রাজ্যে
আজ একটু গণধর্ষণ-কাল প্রবল শিলাবর্ষণ
নষ্ট হওয়া কষ্ট পুড়তে থাকবে
নড়বড়ে হাতে লেখা সুইসাইড নোটের সাথে…।
আওয়াজ, আওয়াজ আর আওয়াজ
গণমাধ্যমের আওয়াজ
আধ্ম্যাতিকতাবাদের আওয়াজ…অদ্বৈতবাদ,
মার্ক্সবাদ পুঁজিবাদ ছিন্নভিন্নবাদ
মাথচাড়া দিয়ে ওঠা সন্ত্রাসবাদ
তোমার শৌখিন জীবন থেকে আমি বাদ
আওয়াজের দাপাদাপিতে
নিংড়ে নিতে পারিনা জীবনের স্বাদ…।
চিটফান্ড গলে যাওয়ার আওয়াজ
নড়বড়ে সরকারের গালে থাপ্পড়
সীমানা ঘেঁষে আলতো চীনা অনুপ্রবেশ
ছলকানো শোরগোল ভাঙে মধুচক্রের আসর,
সুপারিশে শক্তিশালী লেখা ছাঁটার আওয়াজ
কিংবা উঠন্ত আওয়াজকে দাবিয়ে দেওয়ার
আওয়াজে চাপা পড়ে যায়-
আমার তৃষিত অধরে তোমার চুম্বনের আওয়াজ!