কিছু হারিয়ে যাওয়া রঙ
কিছু হারিয়ে যাওয়া সময়
পোড়খাওয়া একতারার আঙুলে
গড়িয়ে পড়ে বসন্তের আলে
পাতাঝরা মেঠো অনুভূতি
তেপান্তরের শেষে রীতি
পিদিম জ্বালিয়ে বাউলের
গান আলোনা পিরিতের
পচুইয়ের বাসে ঢুলুঢুলু


বাছুর বিয়ানোর খুশিতে
দু’হাত তুলে ভেমরতি
আইঢাই হওয়া পরিবেশ
আগুনখাকীর বায়নার শেষ
পালাগান পালিশ উঠে যাওয়া
বাজনদারদের গেঁজেল ধোঁয়া
বাগদি বাউরিদের মুখে
হ্যাদানো নাগর কি সুখে
ছাইপাঁশ ভেবে চলে


কবিগানের মিনি মাগনা আসর
রাখাল বাগালের ভিড়
বগলদাবা করে ধুমসো গতর
পাঁদাড়ে ধরা পড়েছিল
আঁধার রাতে অন্যের
ঢ্যামন ভাতারের সাথে
হ্যাপা সামলাতে গিয়ে
পোলা ভিটেয় ফেরেনি
লাঙলে ধুলো জমেছে


আখের ভুঁইয়ের পাশে
বাঁশের ঘেরা বেড়ার
ভেতরে লেটোর ফূর্তি
চুঁয়াড়ের দল হাত
দিয়ে দেখতে গোঁতাগুঁতি
হেসো চালানো শরীর
হাসিতে হারিয়ে যায়
কিছু ফুরিয়ে যাওয়া কথা
কিছু ফুরিয়ে যাওয়া জীবন