সুবাসের সৃষ্টি হতো না,
যদি ফুলের সৃষ্টি না হতো;
এ মনে প্রেমের সৃষ্টি হতো না,
যদি না তোমার সৃষ্টি হতো।
তুমি প্রেমের সুবাস ছড়িয়েছো মনে,
নিশব্দে গোপনে;
সজ্ঞানে তোমায় ভাবি,
ভাবি আনমনে।
আহা,প্রেয়সী!তুমি কী তীরন্দাজ?
মায়ার তীর তোমার হাতে!
বারে বারে ছুঁড়ছো তীর,
ডোবাচ্ছো আমায় তোমার মায়াতে।
তোমাকে মায়ার জেলেও বলবো আমি,
কোনো না কোনোভাবে;
আটকেই ফেলো মায়ার জালে,
নিত্যনতুন মায়ায় আটকে যাই নিত্যনতুন ভাবে।
প্রেম মানে যে শুধুই তাকে নিয়ে ভাবনা,
সময়ে অসময়ে অকারনে ভাবনা;
অযৌক্তিক প্রিয় মিষ্টি ভাবনা,
সীমানাহীন দীর্ঘমেয়াদি ভাবনা।