দক্ষ হাতে ভাঙলে বুঝি ফাটলের দাগ রয় না!
ভাঙতে ভাঙতে টুকরো টুকরো,
তবু ভাঙার শেষ হয় না।
ছিন্নভিন্ন লণ্ডভণ্ড হয়ে পড়ে রয়,
পাশ কাটিয়ে যায় যে সবাই,কেউ বেদনার মাত্রা শুধায় না।
দক্ষ হাতে ভাঙলে তো আর ফাটলের দাগ রয় না,
দায়ী করলে কোনো স্বীকারোক্তিও পাওয়া যায় না।
বিক্ষিপ্ত বিক্ষুব্ধ বিচ্ছিন্ন বেশে পড়ে রইলো,
না তাকিয়ে না শুধিয়ে সবাই পাশ কাটিয়ে চলেই গেল।
পথের রেখায় পথিক সকল ভাঙার নৃত্য দেখে,
ভাঙতে ভাঙতে সবার চোখে আপন স্বার্থ দেখতে শেখে।
বিলুপ্তি খোঁজে মোড়ে মোড়ে বিলুপ্তি যেন নাই,
বিলুপ্তিই যেন একক লক্ষ্য যবে পাশ কাটিয়ে যায় সবাই।
রোদের ঝড়ে পুড়ে মরে ঝরে পড়ে নক্ষত্র,
যবে না শুধিয়ে সবাই চলেই গেল পাশ কাটিয়ে অন্যত্র।