সেবার বসন্তে বাসন্তী হয়ে এলে তুমি আমার জীবনে।মরচে ধরা হৃদয় নিয়ে পাতা ঝরা মেহগনির বাগানে ঘুরে বেড়ানো আমি আজ হৃদয় জুড়ে ফুল ফুটিয়েছি।এখন আর আমি মেহগনির পাতার সাথে ঝরে যেতে চাই না,বরং এমনই শত বসন্তে বাঁচতে চাই তোমার সাথে।
মেহগনির শুকনো পত্রের পথে পথে অনেক হেঁটেছি আমি এতকাল,এখন আমি ক্লান্ত।
তোমার স্নেহভরা কোলে ঢলে পড়তে চায় দেহ,আমরণের বিশ্রাম চায় এখানে।
বসন্ত বাতাসে উড়ে আসা অচেনা ফুলের পাপড়ি যেমন স্থান করে নেয় প্রকৃতির কোলে,তেমনি আমিও নেব।স্নেহের আঁচলে ঢেকে নেবে আমায়,বাঁধবে ভালোবাসায়।
আমি এখন আমার জীবনে গ্রীষ্মের রোষানল কিংবা বর্ষার বর্ষণ চাই না।শুধু চাই বসন্তের কোমলতা,রঙিন জীবন।সবই পাবো তোমার সঙ্গতায়।
তোমার সঙ্গতা পেলে ফুটবে পলাশ,ক্যামেলিয়া;
তোমার সঙ্গতা পেলে জীবনে প্রত্যহ কুহূতান।
শুধু তোমার সঙ্গতা পেলে,
আমার ভালোবাসা পাবে ভালোবাসা।
সেবার আমার জীবনে প্রথম বসন্ত এলো,তুমি এসেছো বলে।পূর্বে শুধুই ঋতু পেয়েছিলাম,এবার পেয়েছি বসন্ত।এবার পেয়েছি বাসন্তী,এবার পেয়েছি তোমায়।