তুমি আমার সেই না লেখা কবিতা;যাকে লিখতে গিয়ে আমি ভেঙেছি অজস্র কলম,ছিঁড়েছি অজস্র কাগজ।কেটেছে কত শত রাত্রী,বিকেল,দুপুর।সন্ধ্যের পর সন্ধ্যেতে ছিলাম ধ্যানমগ্ন,তোমায় ভেবে।
শূন্য পান্ডুলিপিতে তাকিয়ে থেকে ভাবতাম,কী লেখা যায়।একটা সময় পান্ডুলিপির শুভ্রতা আমাকে অন্ধ করে দিতো।
কতটা যুগ কেটে গেলো তোমায় ভেবে,তার ইয়ত্তা নেই।
তবু পূর্ণতা পেলো না তুমি নামক কবিতাটা।পান্ডুলিপিতেও তেমনই শূন্যতা রয়ে গেলো,যেমন শূন্য আমার জীবনে।