বিকেল আজও শেষ হতে চললো,
মেঘের আড়াল হতে পড়ন্ত সূর্য উঁকি দিয়ে বললো।
বিকেল আজও শেষ হয়ে এলো বলে,
তোমার খোলা চুলে আটকে গেছি বদ্ধমূলে।
পাখিরা নীড়ে ফিরছে ঝাঁকে,
চোখ আমার গেঁথে গিয়েছে তোমার চোখে।
টুকরো টুকরো মৃদু রোদ মেঘের আড়াল হতে,
তোমার হাতে রাখতে চাইবো হাত বিভিন্ন বাহানাতে।
তবুও যেন অসংখ্য কারনে হবো ব্যর্থ ছুঁতে।
নানা রঙে রঙ্গিন হলো আজকের আকাশ,
বলো আর কত প্রকারে করবো আমার প্রেমের প্রকাশ?
বিকেল আজও শেষ হতে চললো,
তোমার এলোকেশী ছায়া ক্রমশ দীর্ঘ হতে চললো।
সন্ধ্যার ফুলের দল ফুটলো বলে,
তবে তুমি কেন ঢাকছো চোখ ঘরের আড়ালে!