তুমি আমার প্রিয় ভাবনা,
আমি তোমার মিথ্যে হাসি;
তোমার যত্ন রূপের কথা,
কেন বড্ড ভালবাসি!
তোমার ইচ্ছে রঙের রোদ্দুরে,
আমি গা পুড়িয়ে রঙিন;
তোমার খুনসুটি ভাষ্য মতে,
আমি তোমার প্রেমে স্বাধীন।
একা নদীর ধারে যেমন,
স্রোতের মিষ্টি গান শুনি;
তেমনি তোমায় আবার দেখবো বলে,
আমি সময় স্রোতটা গুনি।
তুমি সন্ধ্যে বেলায় এসো,
বায়নায় আমায় চেয়ো;
তুমি তোমার হাতের মুঠোয়,
আমায় আগলে নিও।
আমি তোমার হাসির ঝালে,
চোখ পুড়িয়ে জুড়াই;
আবার নিত্য অভিমানে,
তোমায় চোখে চোখে হারাই।
তুমি আয়নায় আমায় খুঁজো,
আমি তোমার ঠোঁটের কোণে ভাসি;
তুমি লজ্জার ভারে হেসো,
আমি তোমার হাসায় হাসি।
আমার মনের মেঘ কালো,
তুমি যখন দূরত্বের আলো জ্বালো;
আমার সহ্য হয় না প্রিয়,
তুমি যখন আমায় ভুলো।
তোমার নয়ন নোঙর বিঁধেছে প্রাণে,তাই তো আমি হয়রাণ।
তোমার প্রেমের খণি পেয়েছি ঘ্রাণে,তাই তো আমি তোমাতে অফুরান।