সন্ধ্যার আকাশে চাঁদের উদয় ঠিক তেমনই,
যেমন তোমার মুখমণ্ডলে তৃপ্তিদায়ক হাসির উদয় ঘটে;
ফুটফুটে জলন্ত উজ্জ্বল হাসিখানা ঠিক যেন বাঁকা চাঁদের মতোই,
চোখ দুটিও নক্ষত্র বিহীন কালো আকাশের ন্যায় ঘুটঘুটে।
সে এক মায়ার বিপজ্জনক ছুরির মতো মুহূর্ত,
পরমাদরে ক্ষতবিক্ষত করে দেয় অন্তঃকরণ;
বিহ্বল করে তোলে প্রচন্ড রূপে,
কিংকর্তব্যবিমুঢ় হয়ে হারায় সকল জ্ঞান স্মরণ।
সন্ধ্যা যে শুধু সন্ধ্যা নয়,
সন্ধ্যা যে আলো চেনাতে শেখায়;
আঁধারে কে হাত ছাড়ে,কে হাত ধরে তা দেখায়,
সন্ধ্যা যে আলোকে ভালবাসতে শেখায়।
আমি তেমনই সন্ধ্যার প্রতিক্ষায়,
যে সন্ধ্যা তোমাকে আমার গল্প জানাবে;
সন্ধ্যার সাহায্য নিয়েই তুমি বলবে আমায়,কতটা ভালবাসো,
সন্ধ্যার বুকে বসে তুমি বৃদ্ধ আলো ছোঁয়ার পরিকল্পনা শোনাবে।
যত সন্ধ্যাই আসুক না কেন,
শত সন্ধ্যাই যাক না কেন;
যত সন্ধ্যায় ঝড় বয়ে যাক না কেন,
শত সন্ধ্যায়ও স্নেহের সীমানা অটুট থাকে যেন।