আকাশ রাঙানোর তুলি চাই আমি,
আমি জীবন রাঙাবো;
আকাশ যেমন নিজেকে রাঙায় বহু রঙে,
আমি জীবন রাঙাবো।
অন্ধকারাচ্ছন্ন রুমের ছেঁড়া মলিন পর্দার মতো রঙহীন,
রঙের প্রতি এ জীবনের দৃঢ় চাহিদা রয়েছে;
আমার একটা আকাশ রাঙানোর তুলি চাই,
আমি রঙহীন জীবনকে উজ্জ্বল রঙিন করতে চাই,জীবন আমার তরে আবদার করেছে।
পোড়া কাগজের গায়ের মতো রঙহীন,
সময়ের ঘষা লেগে লেগে জ্বলে গিয়েছে পুরোটা;
পোড়া কালো বীভৎস রূপ কাঁপিয়ে কাঁদিয়ে তোলে,
আবারো রঙের ছোঁয়া যে পেতে চায় জীবনটা।
আকাশ রাঙানোর তুলি চাই আমি,
জীবনকে নতুন করে রাঙাবো;
শৈশবের হাস্যোজ্জ্বল বেলাগুলোর মতো,
জীবনটাকে নতুন রূপে সাজাবো।