রেলস্টেশনের ওয়েটিং সিটে বসে দেখা যায় বিদায়,দেখা যায় ফেরা।
অতিকায় বৃহৎ দেহের যান্ত্রিক সাপ যেন এই রেলগাড়ী,
আঁকাবাঁকা কিংবা সুদীর্ঘ সোজা রেললাইন ধরে চলে অবিরাম।
রেলস্টেশনের ওয়েটিং সিটে বসে উদ্দেশ্যহীন যাত্রীর বেশে দেখি সকলের যাওয়া-আসা।
কারো কারো চোখে বিদায়ের মণি,
আবার কারো ঠোঁটে স্বাগতমের ধ্বনি।
কেউ একবুক হাসি নিয়ে আসে,
কেউ হতাশ চরণে যাত্রার স্রোতে ভাসে।
জীবনের নিয়মকেই যেন নিজের ভেতর ধারণ করেছে এই রেলস্টেশন,
যেন আগমন-বিদায়ের খেলার রেফারি সেজেছে এই রেলস্টেশন,
ছেড়ে আসা ও কাছে পাওয়ার এক বিস্ময়কর মাধ্যম এই রেলস্টেশন,
তোমার মতো পিছুটানহীন,স্বাধীন ছন্দে ছুটতে চাওয়ার আতুর ঘর এই রেলস্টেশন।