প্রেমের গলি গুলোতে আমি বড্ড বেমানান,
প্রেম কাব্যগুলো বুঝে আসে না
বুঝি না প্রেমের মোড়,
সাইনবোর্ড গুলোর ভাষাও আমার বোধগম্য নয়।
এখানে আমি বড্ড বেমানান,
প্রেমগলির আবহাওয়ার সাথে খাপ খাওয়াতে পারি না
একটু মিশতে গেলেই কেমন যেন তালগোল পাকিয়ে যায়।
এরপরই হয় সব শূন্য!
প্রেমগলিতে চলার মুরোদ নেই আমার,
বড্ড একঘেঁয়েমি লাগে,
দম আটকে আসে,
ইচ্ছে করে,চিৎকার দিয়ে বলি,
'এ প্রেমগলি আমার জন্য নয়,
আমায় কেউ এখানে নিয়ে এসো না
খুব দূরে রেখে দাও।
কারণ,
এ প্রেমগলিতে আমি বড্ড বেমানান।'