এই অভাবের দুনিয়ায় সবাই অভাবী,
কারো সুখের অভাব,আর কারো অর্থের।
কারো চোখে অশ্রুর অভাব,কারো মনে শ্রান্তির।
কেউ ভোগে শক্তির অভাবে কেউ বা প্রিয়জনের।কারো দেহে সুস্থতার অভাব,কারো বুকে ভালবাসার।
গরীবের সুখময় দিনের অভাব,ধনীদের চাহিদার।
চোখে স্বার্থ ব্যতীত স্নেহের অভাব,বেঞ্চিতে অপেক্ষার অন্য পাশে তার অভাব।
বিষণ্ণ মনে রঙের অভাব,মুখে হাসির।
দেশে বিচারের অভাব,নারীর মনে নিরাপত্তার।
এত জলজ্যান্ত রক্ত থাকতেও মুমূর্ষু রোগীর রক্তের অভাব,লক্ষ কোটি হাত থাকতেও সাহায্যের হাতের অভাব।
কাগজে কবিতার অভাব,মগজে স্থিরতার।
জীবনে ছন্দের অভাব,আর আমাতে তোমার।