বহুকালের চেনা তুমি আজ কেমন অচেনা,
বহুসকালের প্রিয় হাসি তুমি আজ কেমন বেদনা।
বহুকালের সম্পূর্ণ ক্ষণের চিন্তা তুমি,আজ কেমন ক্ষণিকের,
বহুকালের বহুকিছুই,আজ শুধু অতীতের।
অব্যক্ত শব্দেরা আন্দোলনে,
ছুটছে দিকবিদিক;
তোমার আঙিনাতেই তারা,
আছড়ে পড়ে অধিক।
মেঘের কোলে গোধুলি যেমন,
দিন শেষে পড়ে ঢলে;
তোমায় ভুলতে চাওয়ার চেষ্টারাও রাতে,
ডুবে মরে জলে।
অভ্যেস কী ভোলা যায়!
নাকি পাল্টাতে হয়?
এ অভ্যেস পাল্টালে বুঝি,
ভালাবাসা মারা যায়!
অভ্যেস হয়েছো বলে,
ভুলতে গিয়েও ভাবছি তোমায়,
ভুলতে চেয়েও আরো,
ভালবাসছি তোমায়।
বহুকালের তোমার প্রিয় চিন্তা আজও সতেজ,
উন্মুক্ত তার বিচরণ;
তবু কেন বাক্যে প্রকাশে,
অদৃশ্য তার বিবরণ!