ঘুড়ির সুতোয় টান পড়লেই ঘুড়ি উড়তে শুরু করে,
সুতোর টান আলগা হলেই ঘুরে ঘুরে নিচে পড়ে;
তেমনি তাঁকে কাছে টানলে সে বুকের মাঝে আসে,
ছেড়ে দিলে সে স্বাধীন হয়ে এদিকসেদিক ভাসে।
খাঁচা খুলে দিলে পোষা পাখি উড়ে ঘুরে ফিরে আসে,
অবহেলার সুর শুনলে সে হারায় দূর আকাশে।
তেমনি তাঁর হাত ছাড়লে সে পৃথিবী ঘুরে ফেরে সন্ধ্যা নামার আগে,
অবহেলার সুর শুনলে সে শোকের রাত্রী জাগে।
লজ্জাবতী ছোঁয়া পেলেই গুটিয়ে নেয় ডানা,
যেন অন্য কোনো ছোঁয়া পাওয়া তার মানা।
তেমনি তাঁকে ছুঁয়ে দিলেই উজাড় করে নিজেকে,
ছোঁয়ার ভিতর প্রেম না পেলে গুটিয়ে নেয় নিজেকে।
আকাশ মুখে বহু রঙ দেখিয়ে তার দিন শেষ করে,
ভিন্ন সময় ভিন্ন রঙে সেজে শেষে আঁধার ধারণ করে।
তেমনি তাঁর মুখও যেন মনুষ্য আকাশ,
নানা সময় নানা রঙ ঢঙ পায় তাঁর প্রকাশ।
সে যেন বহুরূপী,বহুরঙা,পাখির মতো আছে ডানা,
উড়তে পারে,গাইতে পারে,নাচতে পারে,যেন জানে না সে কোনো মানা।
খিলখিল হাসিতে ভোলাতে পারে,
ক্রোধ ভেঙে চুরমার করে ছাড়ে।
হাতের রেখায় নিজেকে রেখে,
পথের সঙ্গী হবার দাবী রাখে।