যেদিন আমরা সমুদ্রে যাবো,সেদিন বালু পথে কোটি কোটি ঝিনুক মুক্তো ছড়াবে।মুক্তোর গালিচায় আমরা হেঁটে যাবো সমুদ্রের শেষ সীমানায়।যেখানটায় সূর্য ডুব দেবে সারাদিনের ক্লান্তি মুছবার ছলে।
যেখানে আকাশ থেকে বাতাস নেমে সমুদ্রে নেবে স্নান,হয়ে উঠবে নোনা হাওয়া।পৌঁছে যাবে সবার ফুসফুসে,সমুদ্রের শীতলতা ছড়াবে বিনামূল্যে।
সমুদ্রের নোনা হাওয়ায় তোমার চুলগুলো পাগলের মতো উড়বে এদিকসেদিক,মুখমণ্ডল বারংবার ঢেকে দেবে।আর,তুমি বিরক্ত না হয়ে প্রতিবারই চুলগুলো শৃঙ্খলাবদ্ধ করতে থাকবে।আমি দেখবো অপলক নয়নে।
কারণ,মেয়েদের চুল ঠিক করার দৃশ্য পুরুষদের বিমোহিত করে।স্তব্ধ করে দেয় তাদের সময়কে।
হয়তো এর মাঝে একবার আমিই চুলগুলো গুঁজে দেবো কানের পেছনে।তোমার অজান্তে,
প্রতুত্তরে তুমি একটি মুচকি হাসি দেবে।
আর সেটা সেই সময়টাকে আরও মুখরিত করে তুলবে।
সমুদ্রের ঝপাৎ ঝপাৎ হাসি আর তোমার শব্দহীন মুচকি হাসি। এ দু'য়ে মিলে আমায় নেশাগ্রস্থ করে দেবে।
আমি বনে যাবো চাতক পাখি,নির্বাক শ্রোতা।