তবে,একটা সাড়াশব্দহীন সাক্ষাৎ হোক আমাদের,
নিস্তব্ধ ঠোঁটে শুধু থাকবে হাসি,
সেবার নাহয়,চোখের ইশারাতেই অগোছালো করে বলবো,
অনেকটা ভালবাসি।
ধরো,আমাদের যেমন দুরত্ব থাকবে,হাত দুটিও তেমনি দূরত্ব বজায় রাখবে,
ছুঁতে চাইবে,তবু ছোঁবে না একটিবার,
ছুঁয়ে দেখার এক আলাদা আকর্ষণ নিয়েই দূরে পড়ে রইবে,
আঙুলের মাথায় চোখ গজিয়ে,মাতবে নেশায় তোমার আঙুল দেখবার।
বোধহয় বড্ড হাসি পাবে দুজনের,শব্দহীন বোকা বোকা মিষ্টি দুটি মুখ দেখে,
হাসবো ঠিকই,তবে দৃষ্টি রইবে অনড়;
হয়তো আমার হাসি দেখে গুনগুন করতে চাইবে,তবু চাপিয়ে রাখবে ইচ্ছে,
আমিও ছড়া কাটতে চেয়েও,ইচ্ছে ঘুরিয়ে এক কোণে রেখে দিবো মনের।
দক্ষিণে থাকবো আমি,তুমি উত্তরে,
দক্ষিণা হাওয়া যদি আছড়ে পড়ে আমার মুখ-চোখে;
সেখানে ছড়িয়ে দেব কিছু আহ্লাদ,
ওরা সাদরে,ছড়িয়ে যাবে তোমার সমস্ত মুখে।
সে বেলায় মন ভরে দেখা হবে দুজন দুজনাকে,
প্রাণ ভরে গিলবো ভিন্ন ভিন্ন মাপের হাসি;
না কোনো স্পর্শ হবে,না হবে কোনো স্নেহের আলিঙ্গন,
হবে শুধু দৃষ্টি ও হাসি ভরা ভালবাসা রাশি রাশি।
হয়তো কথাগুলো এলেবেলে লাগবে খুব,
কিংবা মনে হবে আবেগী আমি খুব;
সে যাই বলো,যাই ভাবো,কী আসে যায়!
মোটকথা,পাগলামি আছে অনেক,কারন,ভালবাসি খুব।