দু'জোড়া চোখে হাজার কথা,
ঠোঁটেই শুধু শূন্যতা;
পলকে পলকে শব্দ কাটা,
শব্দ ঠোঁটে ফোটাতে গেলেই ব্যর্থতা।
আকাশের মেঘের মতো চলে সময়,
নিশব্দে বাধাহীনভাবে,
তবু যেন দেখার বেলা শেষ হয় না,
আর কথার বেলা যেন স্তব্ধই থেকে যাবে।
ভোরের আলোর মতো মিষ্টি চাওনি,
সূর্যের যেমন উঁকি দেয়া,
তেমনি পিসির আড়াল থেকে চলে,
চোখের উঁকি দেয়া।
সিদ্ধান্ত ঠোঁটের,
বদ্ধ রাখবে বাক্যদের,
সিদ্ধান্ত চোখের,
চাওনিতে উড়াবে বাক্যদের।
দারুন মোহনীয় গোধূলি আনে দু'জনাতে,
দারুন অনুভূতির ভেলা ভাসায় কল্পনাতে,
দারুন নেশার শেকলে আটকে রাখে মগজটাকে,
দারুন প্রেম বাঁধতে বাধ্য করে মানুষটাকে।