আমি জীবনের যে পথে এসে দাঁড়িয়েছি,
সেখান থেকে নিজেকে কীভাবে সরিয়ে নেয়া যায় তা আমার জানা নেই;
তুমি যদি উপায় বাতলে দিতে,কীভাবে সরে দাঁড়ানো যায় এ পথ থেকে,
তবেই পারবো,তাছাড়া আর কোনো পন্থা আমার জানা নেই।
আমি যে পথে আটকে আছি,
সেখানে আমার মতন আরো সহস্র আছে;
আমার মতন ওঁরাও নিরুপায়,
তোমারই মতন একজনের সাহায্যের আশায় দাঁড়িয়ে আছে।
সবার সময় থামিয়ে দিয়েছে সেই বিচ্ছেদ,
তুমি যদি উপায় না বলো আমি এ পথ ছাড়তে পারবো না;
এই স্লোগানেই মুখরিত আমাদের অপূর্ণতার রাজপথ,
এই পথ কখনো ছাড়বো না।
হয়তো দাঁড়িয়ে থাকবো আরো সহস্র বছর,
রাত,দিন,শীত,ঝড় কিচ্ছুটি দমাতে পারবে না;
বৃষ্টি বিকেল,রৌদ্র সকাল,শৈত্যপ্রবাহের দুপুর,
কোনো কালই এই পথ আমাদের কাউকে ছাড়বে না।