দু'চোখে দীর্ঘ ঘুম লেগেছে ভালবাসাহীন জীবনের।
চোখের দরজায় সজোরে আঘাত করছে না কোনো বাসন্তীর প্রেমের কুহূতান,
অনন্তকালের তালা লেগে রয়েছে দরজায়।
হৃদ কক্ষে ভালবাসার ছিটেফোঁটাও খুঁজে পাওয়া যায় না,পাই শুধুই শূন্যতা।আঁধারে হাতড়ে বেড়িয়ে হাতে,নখে,আঙুলের ফাঁকে পাই শুধুই শূন্যতা,
কারো করুণা নেই,স্নেহ নেই,ভালবাসা নেই।আছে শুধুই শূন্যতার বাস।
মাইলকে মাইল বিস্তৃত শূন্যতার জনপদ,
তাদের ঘরের সামনে দিয়ে হেঁটে গেলে তারা পরমাদরে জড়িয়ে ধরে আমায়,
এই শূন্যতার অঞ্চলের সীমানার নিকটে গেলে পরমাদরে জড়িয়ে ধরে আমায়,
ভালবাসার রঙধনু গায়ে মাখতে বুক চিতিয়ে দাঁড়ালে তারা পরমাদরে জড়িয়ে ধরে আমায়।
আমি ভালবাসাহীনতার ঘুম ভাঙতে চাই,
বাহু মেলে জানালা থেকে উপচে পড়া রোদ দ্বারা আলিঙ্গনাবদ্ধ হতে চাই।
আমি চাই শূন্যতার মৃত্যু,ভালবাসার জাগ্রত জীবন।