আমি এই মরচেধরা জীর্ণশীর্ণ জীবন নিয়ে দিগ্বিদিক পালিয়ে বেড়িয়েছি,এক রাজ্য থেকে অন্য রাজ্যে পালিয়েছি,এক রাষ্ট্র থেকে অন্য রাষ্ট্রে পালিয়েছি।
ধু ধু মরুভূমিতে আত্মগোপন করেছি,খুঁটি গেড়েছি পৃথিবীর শুষ্কতম মরুভূমি চিলির আতাকামায়।
ছুটেছি মিশরে,কাতারে।বছরের পর বছর কাটিয়েছি সমুদ্রের বুকে,যুগের পর যুগ কাটিয়েছি নির্জন দ্বীপে,যেখানে মানব প্রাণের সন্ধান পাওয়া দুষ্কর।
কিন্তু তবুও আমি তোমার স্পর্শ থেকে নিজের জীবনকে রক্ষা করতে পারিনি।
শেষমেশ তুমি ছুঁয়েই দিলে আমার এই মরচেধরা প্রাণ।মরচে খসে গেল,ফুটলো ফুল।সজীবতা গ্রাস করলো পুরোপুরি।
অদ্ভুত মুগ্ধতার চাদর জড়িয়েছে যেন জীবনে তোমার স্পর্শের পর,এ যেন অতি শীতে আরামদায়ক উষ্ণতা পাওয়ার মতো ভালো লাগা।যা হারাতে চাইবে না কেউ,চায় না কেউ।
এই ভালো লাগার নেশা থেকে যায় আমৃত্যু।পরজীবির মতো থেকে যায় জীবনে।এর হাত থেকে পরিত্রাণ পাওয়া যাবে না।
এই পরজীবির আক্রমণ আমৃত্যু সইতে পারবো ভেবেই আমি মরচেধরা জীবন নিয়ে পালিয়েছি রাজ্য ছেড়ে,রাষ্ট্র ছেড়ে অচেনা দ্বীপে।তবুও,
তুমি ছুঁয়ে দিলে আমার জীবন,এখন আমার জীবনে তোমার সংক্রমণ।