আমি আর ছাড়ছি না তোমায় এই প্রহরে,গভীরভাবে চাইছি আমি কিছু একটা।
যদি হাসাতে চাও,তবে হাসতে চাইছি।
যদি ব্যাথা দিতে চাও,তবে ব্যথিত হতে তাই চাইছি।
যদি বিস্ময় করতে চাও,তবে বিস্মিত হতে চাইছি।
শুধু চাইছি না তোমার প্রস্থান এই প্রহরে।
আমাকে তুমি শ্রবণশক্তির অধিকারী পান্ডুলিপি ভাবতে পারো,যে শুধু কথা গিলতে পারে বলতে পারে না;
কিন্তু মনোযোগ হারায় না এক মুহূর্তের জন্যেও।
তোমার অনর্গল বলে যাওয়া কথাগুলোকে অদৃশ্য ভাবে লিপিবদ্ধ করে রাখছি,
এই প্রহরে তোমাকে চোখের আড়াল হতে দিতে ইচ্ছে হচ্ছে না,ঝিনুকের বুকে ফুটে ওঠা উজ্জ্বল মুক্তার মতো চকচকে সেই চোখে যেন ঠোঁটের চেয়েও বেশি কথা লুকানো আছে।
আমি চোখের ভাষা জানি না,তবুও,কিভাবে যেন তোমার চোখের কথা গুলোও শুনতে পাচ্ছি।