নিজেকে যখনই তোমার কথা বলি,
কাব্য করে বলি;
কেন বলি!
জানা নেই,ন্যাকামো লাগে বটে,তবুও বলি।
যেহেতু নিজেকে বলছি,
সেহেতু কাব্য করে বলার প্রয়োজন কোথায়!
নেই তো প্রয়োজন,
তবুও বলি বৃথাই।
হয়তো ছন্দে কিংবা কাব্যিক সুরেই তোমার গল্প তৈরি হয়েছে,
তাই বোধহয় কাব্য করে বলি;
শুনলে হাসতে খুব,
অনভিজ্ঞ আবৃতিকারের আবৃতির মতো কাব্য করে বলি।
নিজেকে যখনই তোমার কথা বলি,
কাব্যের সুরে বলি;
তুমি কী কাব্যবস্তু নাকি?
তবে অযথাই কেন কাব্য করে বলি?
স্বাভাবিক ভাবেই তো বলতে পারি,
কেন বলি না!
বলি না কারন,বড্ড পানসে লাগে তোমার গল্প কাব্যসুর ছাড়া।
শব্দে শুনি বেদনা।