দুঃখ দ্বারা আক্রান্ত হতে আমি ভয় পাই না,
যদি সেটা তোমায় ভালবাসার বিনিময়ে পেয়ে থাকি;
তোমায় ভালবেসে যখন আমি হাস্যোজ্জ্বলতা ও উৎফুল্লতার চরম সীমায় পৌঁছুতে পারি,
তবে বিষণ্ণতার সাম্রাজ্যে হারানো কেন থাকবে বাকী?


কাউকে ভালবাসতে হলে তাঁর দেয়া স্নেহকে যতটা ভালবাসতে হয়,
ততটাই ভালবাসতে হয় তাঁর দেয়া উপেক্ষাকে;
ভালবেসে হাসলেই ভালবাসা পূর্ণতা পায় না,
শুরু থেকে আকাশচুম্বী বেদনাই পূর্ণতা দিয়ে এসেছে ভালবাসাকে।


আমি তোমার দেয়া সকল বেদনাকে খুব করে ভালবেসেছি,
যেমনটা বেসেছি তোমায়;
তোমায় আগলে রাখতে না পারলেও,
তাদের রেখেছি স্বযত্নে,স্নেহের ছায়ায়।


তথাপি,আমিও খুব হাসতে চাই ভালবাসায়,
এই অসম্ভাব্য মনস্কামনা ভর করলে শুধুই তোমায় ভাবি,
না কোনো হাস্যোজ্জ্বল মুহূর্ত,না কোনো বেদনার মুহূর্ত,
আমি শুধু দেখি তোমার মুখচ্ছবি।


আমরা কেউই ভালবাসার সংজ্ঞা জানি না,
জানতেও পারবো না কখনো;
কেননা বিষয়টি দুর্বোধ্য,কুয়াশায় ঘেরা বন,
কোথায় ফাঁকা বাঁধাহীন পথ,আবার কোথায় বাঁধা স্বরূপ গাছ;তা বোঝার জো নেই কোনো।


তাই বলে আমরা সে বনকে ভয় পাই না,
স্বেচ্ছায় নিজেদের হারাই সেথায়;
কেউ পথ বেয়ে ছুটে চলে হাজার বাঁধা সামলে,
কেউ থমকে দাঁড়ায় বাঁধায়।


আমি ভালবাসার বনে থমকে দাঁড়াতে পারিনি,
পারিনি ছুটে চলতে;
আমি হারিয়েছি,
আমি হারিয়েছি ভালবাসি বলতে বলতে।