জলফড়িং
পাখায় জমা বিন্দু বৃষ্টি জল,
তোর নাম কী বল?
বৃষ্টির পরী?
নাকি জলফড়িং!
ফোঁটা ফোঁটা জলে নিস পুরোটা স্নান,
তোর কিসের ধ্যান?
ঠায় দাঁড়িয়ে দূর্বার কোলে,
কী ভাবিস তুই জলফড়িং?
অঝোরে কাঁদে মেঘ,
অতিকায় বড় দানাদার ফোঁটা তার,
আছড়ে পড়ে বারংবার নরম পাখে,
তবু কী ভাবিস তুই?
কেমন ধ্যানে পাথর হয়ে দাঁড়িয়ে থাকিস তুই জলফড়িং?
বৃষ্টি বুঝি তোর ধ্যান ভঙ্গ করে না,
সে বুঝি তোর সখি!
তাইতো তোকে পরম আদরে,
স্নান দিচ্ছে দেখি।