হঠাৎ এক সন্ধ্যায় হয় যদি দেখা,
পথের দু'ধারে মুখোমুখি;
যদিও কিছুটাই দূরত্ব বাকি,
তবুও দু'জনেই নানা বাহানায় দিতে চাই ফাঁকি।

এগোতে চাইবে চরণ আবার ছাড়িয়ে তোমায়,
দেহ দেবে না যেন সায়;
চোখ দৃষ্টি ঘুরাতে চাইবে অন্য সীমানায়,
মগজ দেবে না যেন সায়।

ধরো যদি সে সন্ধ্যায় আমি তোমার চোখে চোখ রাখি,
সন্ধ্যার আবছা আলোয় কী খুঁজে নেবে নিষ্পলক দৃষ্টি?
খুঁজতে কী চাইবে শত কথা বলতে চাওয়া চোখের চাহনি?
বুঝতে কী চাইবে চোখের আবহাওয়া?স্নিগ্ধ বসন্ত নাকি জলসিক্ত বৃষ্টি?

হঠাৎ সন্ধ্যায় দেখা হলে,
যদি বেনেবউ গানের আসর মেলে;
স্থিরতা তুমি কী আনবে আবার অপলক নয়নে?
নাকি সময় গুনে অদূরে যাবে চলে!

ধরো হঠাৎ সন্ধ্যায় সামনাসামনি,
ফাঁকা রাস্তায় শত বাধার দু'পাশে;
কিছুটা অবাক করা চোখে,
দু'পথে চলবো আবার মনে মনে হেসে।