আমি আবার ফিরে আসবো তোমার রঙিন বিকেল বেলায়,
শরতে কাশের নদে ঢেউ তোলা হাওয়া হয়ে,আচমকাই ছুঁয়ে যাব তোমার মুখ।
আমি আবার ফিরে আসবো তোমার স্নিগ্ধ বিকেল বেলায়,
হেমন্তের মৃদু শীতের ছোঁয়া লাগানো হাওয়ার দলে নাম লিখিয়ে,আলিঙ্গনে বাসবো ভালো তোমার অজানায়।
আমি আবার ফিরে আসবো তোমার বৃষ্টিস্নাত বিকেল বেলায়,
বর্ষার মেঘের পালে ভর করে উড়বো তোমার আকাশে,ফোঁটায় ফোঁটায় বিঁধবো আমি তোমাতে।
আমি আবার ফিরে আসবো তোমার রঙিন বিকেল বেলায়,
কোকিলের গীতে,বাসন্তী আবহাওয়াতে;মেহগনির রঙিন পাতায় ভর করে উড়ে আসবো তোমার কাঁধে।
ফিরবো আবার তোমার ভাবনাতে।প্রিয় প্রেম প্রেম আবহাওয়াতে।