দিনের শেষে রঙের বিস্ফোরণের মাধ্যমে সন্ধ্যা আসে,
নীড়ের টানে ও ডানা জোড়ার ভরশায় গগনে পাখিরা চলে যায় ভেসে।
ভেসে আসে আজান,উলুধ্বনি দিয়ে যায় ধর্মপ্রাণদের ডাক,
আজানের সাথে তাল মিলিয়ে কুকুর ছাড়ে হাঁক।
কোটি বছরের পুরোনো যাতায়াত আজও অব্যাহত রেখেছে মেঘেরা,
আজও হাওয়ার জাহাজ হয়ে হাওয়ার সমুদ্রে বিরতিহীনভাবে ভেসে চলে মেঘেরা।