সন্ধ্যা এলো বলে,
জানালায় এসো গোধূলি মাখার ছলে।

সন্ধ্যা এলো বলে,
কপালে আঙুল চালিয়ে শৃঙ্খলা এনো চুলে।

সন্ধ্যা এলো বলে,
তোমার তরে পাঠানো স্নেহ,আছড়ে পড়ে গ্রিলে।

সন্ধ্যা এলো বলে,
তুমি আড়চোখে দেখছো না যে,ভুল দৃষ্টির ছলে।

সন্ধ্যা এলো বলে,
তুমি নাহয় অজান্তেই কিছু মনোযোগ আমায় পাঠালে।

সন্ধ্যা এলো বলে,
তুমি নাহয় জানালায় আর একটু দাঁড়ালে।