সর্বক্ষণের প্রিয় আশা,
তোমার ঐ আঙুলছোঁয়া ভালবাসা।

সর্বক্ষণের প্রিয় দর্পণ,
তোমার চোখে,সে চোখেই প্রহর অর্পণ।

সর্বক্ষণের প্রিয় আশা,
বুঝতে যদি চোখের ভাষা।