আমার কষ্ট আমারই,
আমার কষ্ট আমার বড্ড প্রিয়।ভালবাসি খুব;
আমার কষ্টের ভাগ আমি কাকে দেবো!কে এসে ভাগ বসাবে?কিছুটা কষ্টের আবদার করবে?ভাগ চাইবে?
আমার কষ্ট শুধু আমার,
কাউকে আমার কষ্টকে ভালবাসতে দেবো না।
আমাদের এত বছরের সম্পর্কে যে আমায় এতটুকুও অবহেলা করেনি,তার ভালবাসায় আমি অন্য কাউকে কিভাবে ভাগ দিতে পারি!
আমার কষ্টের গভীরতা,সীমান্ত,উচ্চতা সবটা আমার একার।
একটু ছিটেফোঁটাও আমি কাউকে দেবো না।
শুরু থেকে যতটা আদরে আগলে এসেছি তাকে,এবং সে আমাকে;
আমরণ এভাবেই আগলে রইবো দু'জন।
মানুষ আর মানুষের বিচ্ছেদ যদিও অহরহ,
কিন্তু,মানুষ আর কষ্টের বিচ্ছেদ দুর্বিষহ।