মানুষ চাইবে মানুষের স্নেহ,মমতা,ভালবাসা।
কিন্তু মানুষের কাছে মানুষকে ভালবাসার সময় কোথা?
যেখানে মানুষের ভালবাসার অবহেলার শুরু,সেখানে কষ্টের নিদারুণ ভালবাসার শুরু।
মানুষ বুঝি ভালবাসার মুখচিত্র চেনে না,
মানুষ যে সুখ পিপাসু,
সুখ পেলেই হলো,ভালবাসার প্রয়োজন কেন!
রূপের লোভ,অর্থের লোভ যেন জীবনের বই থেকে ভালবাসার অধ্যায়কে মুছেই দিয়েছে,
রইলো শুধু শূন্যতা।
এই দুনিয়া জীবনের মূর্খতার বিভৎসতা বেড়েছে দ্বিগুণ,
সে আপনাকে চেনে তবুও যেন চেনে না;পরিচিতিতেও অপরিচিত অধ্যায়।
আমরা জীবনের যে মিছিলে হাঁটছি মৃত্যু পথে,
এত মানুষের ভীড়ে,এত সঙ্গীর মাঝেও নিঃসঙ্গ।
এই জীবন মিছিল এমনই নিষ্ঠুর,
কেউ আসে,কিছুদূর চলে সঙ্গে,
তারপর হারিয়ে যায়।রেখে যায় নিঃসঙ্গতা।
এই মিছিলের দীর্ঘকালীন সঙ্গী আমাদের নিঃসঙ্গতা।কেউ থাকুক বা না থাকুক,
সে থেকে যায় বিশ্বাসী বন্ধুর মতো।
ভালবাসতে চাইলে আগে ভালবাসার জগতে নিঃসঙ্গতাকে রাখুন,
তাকে ভালবাসুন সবার চেয়ে বেশি।
যখন কেউ থাকবে না,থাকবে সে।