কাঠশালিকরা ডানা ঝেড়ে,
মুছবে বৃষ্টি জল;
সেই জলেতে করবে স্নান,
প্রজাপতির দল।
প্রজাপতির পিঠে ভেসে,
উড়বে জোনাক দল;
তার আলোতে হুতুম প্যাঁচা,
ছাড়বে কোলাহল।
হুতুম প্যাঁচা অনেক রাগ,
সবত্রই কোলাহল;
বোকা কোকিল জানে না যে,
পছন্দ তার শান্ত মহল।
রাতদুপুরে কোকিলের গান,
ভঙ্গ নিরবতা সকল;
মাথা তুলে দেখছে ভ্রোমড়,
তার বাড়ছে কৌতুহল।
ভ্রোমড় গিন্নিরে ডেকে বলে,
"আয়,গান শুনবি চল;"
কান চাপিয়া রইলো বাদুড়,
গান যেন গরল।
ভোরের আলো ছোঁবে না বলে,
গা ঢাকছে বাদুড়ের দল;
আলোতে করছে স্নান,
শালিক-টিয়ে সকল।
ওরে তোরা ঝাপটা ডানা,
ছড়া রঙিনতা,
তোদের রঙে রাঙাবো প্রকৃতি,
ছিড়বো সকল দূষিত লতা।