এক চোখের দৃষ্টি সীমা থেকে অপর চোখের দৃষ্টি সীমা পর্যন্ত,
সবটুকুতেই মিশে আছে চাওয়া;
কাছে পাওয়ার চাওয়া,যত্নের চাওয়া,সঙ্গ এর চাওয়া,ভালোবাসার চাওয়া।
প্রিয় জীবনের সবচেয়ে প্রিয় মানুষটিকে চাওয়া যতটা সহজ,
পাওয়া ততটাই দুঃসাধ্য;
চাওয়ার কোনো সূত্র নেই,পাওয়ার জন্যে নিখুঁত সুত্র প্রয়োজন,
আর সেই সূত্র অতীব দুর্বোধ্য।
সেই সূত্র আমিও বুঝিনি,বুঝিনা,
তাই বলে যে চাওয়াটা পুষে রাখিনি,তা নয়;
আমরণের এই চাওয়া,আমার সঙ্গেই কবরে যাবে,
জীবিত রবে,যদি চাওয়াটা পূর্ণ হয়।