বৃষ্টি আল্লাহর বড়ই আজব রহমত,
কিছু শিশু তা মাখে অঙ্গে,অসীম আনন্দে;
কিশোরদের ছুটোছুটি সাড়া বৃষ্টি বেলায়,
কিশোরীরা নাচে বৃষ্টির ছন্দে।

একাকীত্বের দাস যে শিশু!
তার এতে আর কী আসে যায়;
দু'হাত ছড়িয়ে বৃষ্টি ধরে,
হা করে খায়।

কতক লোকের বিলাসিতা এই বৃষ্টি,
কতকের অভিশাপ;
কতক লোকের মনে কাম বাসনা জাগায়,
কতকের কাছে তা শুধুই ঋতুর এক ধাপ।

কবির চোখে প্রতি ফোঁটার প্রতিফলন দেখা যায়,
স্থির চোখে অস্থির বৃষ্টি বিলাস,শূন্য অনুভূতি;