আমিও দু'হাতে ভালবাসার গোধূলি ছুঁয়েছি,দু'চোখে ভালবাসার গোধূলি এঁকেছি।
পুরুষালী দৃঢ় ঠোঁটে সেখানে চুম্বন রেখেছি।
আমিও বুকে ধারণ করেছি ভালবাসার গোধূলি,বড্ড মমতায় জড়িয়ে রেখে পুড়েছি বুক।
ভালবাসার গোধূলির পানে হাত বাড়িয়েছি আমিও,
আমারই হাতের ছায়া আমার মুখে,অন্ধকারে রইলো চোখ।ছায়াভরা ক্লেশ;
আমার চোখেও ছিল বিস্তৃত বিশাল ভালবাসার গোধূলি,এতটাই বিস্তৃত করেছি চোখের নগরে,যার সীমানা ছিল আমারই অজানা।আমি হারিয়ে আমি ঠিকানাহীন;ভালবাসার গোধূলির সে কোমল উত্তাপ এখন অতি প্রখর।
যদিও ছুঁয়েছি ভালবাসার গোধূলি,শরীরে বাস রইলেও হৃদয়ে কালো রাত;
আমিও দু'হাতে ভালবাসার গোধূলি ছুঁয়েছি,মেখেছি গালে,কপালে,ঠোঁটে;
হাত বাড়িয়ে পুড়েছি হাত,
বুকে জড়িয়ে পুড়েছি বুক;
সুখ সাজিয়ে মেরেছি সুখ।