তোমার চুল খোলা মানায় না,বেণী মানায়।
বেণীগাঁথনের জোড়ায় জোড়ায় শিউলি মানায়।
ঠোঁটে লিপস্টিক মানায় না,অনর্গল হাসামিশ্র গল্প মানায়।
তোমার আমার মাঝে দূরত্ব মানায় না,দু'হাতে আলিঙ্গন মানায়।
এক মুহূর্তের চাওনি বাদে তোমার ঐ চোখে লজ্জা শোভা পায় বড্ড।
তোমার কথায় শব্দ যেন আসে সুর হয়ে,মধুর,হৃদয়কাড়া,নেশাচ্ছন্ন আর আদুরে খুব।
আমি যেন বড্ড ছোঁয়ার আকাঙ্ক্ষা জানাই,কিন্তু ছুঁয়ে দেখি না ফুল।
দেখতে দেখতে ছুঁয়ে নিলে যে ফুলে সৌন্দর্য কমে যায়।
তোমার গালে ফোটা দুঃখ মানায় না,লজ্জা লালিমা মানায়।
আমাদের দুজনার ছন্দহীন চরণচারণ মানায় না,চরণে চরণে ছন্দরেখা মানায়।
আমি বিনে অন্যত্র দেখা মানায় না তোমার নয়নে,আমাতে দৃষ্টি শুধু মানায় সেখানে।