আমার বায়না পুরোনো,
তোমার হাসি ঘড়ির কাঁটা মানুক না যেন;
আমার ইচ্ছে পুরোনো,
তোমার তুমি না হয়ে আমার হও যেন।
আমার চাওয়া পুরোনো,
ঘড়ির কাঁটার হিসেব তুমি বুঝো না যেন,
আমার আশা পুরোনো,
সময়কে ধোঁকা দিয়ে তুমি আমার সাথেই থাকো যেন।
আমার বায়না পুরোনো,
তুমি যেন হও আমার বড্ড প্রিয় পুরোনো,
যেন তোমায় যায় না হারানো;
তুমি আমার বায়না পুরোনো।