আমার হাতে যে বন্ধন সুতো,
আমি তা টানতে পারি না;
টানলে তুমি আছড়ে পড়বে বুকে,
তবু আমি সুতো টানতে পারি না।
এই জীবনের আকাশে আমি,
তোমার হঠাৎ উদয় দেখেছি;
রঙধনু যেভাবে সহসা এসে আকাশ রাঙায়,
তোমাকে পেয়ে তোমায় জীবনে রঙের ঝর্ণা করেছি।
পৃথিবী জীবনে দিনের সমাপ্তি আপ্লুত করে,
ঠোঁটে ফোটায় স্বস্তির হাসি;
কিন্তু তুমি আমার জীবনে এমনই দিন,
যাঁর অসমাপ্তিকেই বড্ড বেশি ভালোবাসি।
বিদায় বেলা মানব জীবনের ভয়ংকর রাত,
না চাইলেও সে দেবেই এসে হানা;
সে এসে গ্রাস করে নেয় পুরোটা মহল,
নাছোড়বান্দা সে শুনতে রাজি না কারো মানা।
আমার জীবনে দিন হয়ে আসা তোমাকে,
সবসময় রৌদ্রজ্বল ও রঙধনুর হাসিতে মাখা দেখতে চাই;
এই দিনে চাই না কোনো কালো মেঘ,
কিংবা বজ্রপাত অথবা দাবানলের ছাই।
বসন্তের ফুলেদের সুবাস চেয়েছি এই দিনে,
আরো চাই আমায় বেষ্টিত মেহগনির ঝরা পাতা;
আমায় ঘিরে রঙিন পাতাদের আবর্তনে,
সমাধি গ্রহণ করবে আমার সকল ব্যথা।
আমি বড্ড আত্মম্ভরি বলেই,
শুধু তোমায় চাইছি আগাগোড়া;
তবে আমিও তোমার একবার চাওয়ার দূরত্বে অবস্থিত,
একবার ডাক দিয়ে দেখো কিভাবে ছুটে যাই,আমি কতটা ছন্নছাড়া।